করোনাকালীন এই অস্থির টাইমে যে ৩টি বই মাস্টরিড!
☑️ ইট দ্যাট ফ্রগ : ব্রায়ান ট্রেসি’র লেখা আত্ম-উন্নয়নমূলক বই ‘ইট দ্যাট ফ্রগ’। কম সময়ে অধিক কাজ করার পদ্ধতি কীভাবে আয়ত্ত করা যায়, সেটিই তুলে ধরা হয়েছে বইটিতে। একটি চমৎকার সময়ে আমরা বেঁচে আছি। লক্ষ্য অর্জনের এত সম্ভাবনা, এত সুযোগ আজকের মত আর কখনও ছিল না। মানব ইতিহাসে কখনও কাউকে এভাবে আর এত বিকল্পে ডুবে থাকতে হয়নি। বাস্তবে এত এত ভালো কাজ রয়েছে- করে দেখানোর এবং এসব করার যোগ্যতাও আপনার রয়েছে। আপনি এসব করতে পারছেন তো?
☑️ রিচ ড্যাড পুওর ড্যাড : বইটি কী আসলেই ধনী আর গরিবের মানসিক পার্থক্য নিয়ে লেখা!
লেখক শিখিয়েছেন, কিভাবে নিজের মানসিকতা বদল করে ধনী হওয়া যায়।
‘সুশীল’ সমাজের লোকেরা একটা কথা প্রায়ই বলেন, “পুঁজিবাদের কারণে ধনীরা আরও ধনী হচ্ছে, গরীবেরা গরীব থেকে যাচ্ছে”।
ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বই “রিচ ড্যাড পুওর ড্যাড (Rich Dad Poor Dad)” এর লেখক রবার্ট কিওসাকি বলেন, এটা একদম ফালতু কথা। ধনীরা আরও ধনী হওয়ার পেছনে পুঁজিবাদের কোনও ভূমিকা নেই, ধনীরা ধনী হয় তাদের মানসিকতার কারণে, গরিবরাও গরিব থেকে যায় তাদের মানসিকতার কারণে। সঠিক পথে চিন্তা আর পরিশ্রম করলে, যে কেউ ধনী হতে পারে।
মধ্যবিত্ত আর গরিবদের সাথে ধনীদের প্রধান পার্থক্য আসলে চিন্তা আর অভ্যাসে।
☑️ দ্য মিরাকল মনিং : বর্তমান যুগে সকালে ওঠার সাথে সাথেই দুনিয়ার সব বিষয় নিয়ে আমাদের মাথায় চিন্তা শুরু হয়ে যায়। আর সকালে উঠে পেপার পড়ে, বা ফেসবুক চেক করে অদরকারী সব তথ্য আর মন খারাপ করা সংবাদ আমরা ইচ্ছা করে মাথায় ঢোকাই। এতে করে দিনের শুরুটাই হয় নেগেটিভ চিন্তা দিয়ে – যা সারাদিন মাথার ভেতরে থাকে।
সফল মানুষরা সকালে উঠেই সাইলেন্ট মুডে চলে যান। কেউ প্রার্থণা করেন, কেউ ধ্যান করেন। নামাজ বা প্রার্থণার ফলে দিনের শুরুটা হয় ঠান্ডা মাথায় এবং একটি পজিটিভ মনোভাব নিয়ে।
খুব সকালে উঠে ফজরের নামাজ পড়লে বা প্রার্থণা করলে আপনার দিনটা অনেক বেশি ভালো যাবে। লেখক বলেন, নামাজ বা ধ্যানের সময়ে চোখ বন্ধ করে নিজের জীবন, শরীর, আজকের দিনে সকাল দেখতে পারা – ইত্যাদির জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালে মনের ভেতরে দারুন একটা পজিটিভ অনুভূতি সৃষ্টি হয়, যা সারাদিন আপনাকে পজিটিভ আর আত্মবিশ্বাসী থাকতে সাহায্য করে।
❣️প্যাকেজ মূল্য মাত্র ৪৯৯ টাকা।
❣️বই হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন। আর সাথে সারাদেশে ফ্রি ডেলিভারি ও গামছা উপহার তো আছেই।