সেলস ম্যানেজমেন্ট : সেলস যে কোন কোম্পানির একমাত্র বিভাগ। যে বিভাগ রেভিনিউ জেনারেট করে। অন্যরা তা ভোগ করে। সে কারণে সেলস ডিপার্টমেন্টের গুরুত্ব সর্বাধিক। বেতন, প্রমোশন, ইনক্রিমেন্ট, সুযোগ-সুবিধা সবটাতেই সেলসের লোক অগ্রাধিকার পায়। সেলসে চাকুরি খুব সহজলভ্য । আহামরি কোন যোগ্যতা লাগে না। ভালো করলে দ্রুত পদোন্নতি সম্ভব। যেটা অফিসের অন্যান্য বিভাগে সম্ভব নয়। নতুন ছেলেমেয়েরা সেলসে চাকুরী পছন্দ করছেন। খুব চ্যালেঞ্জিং পেশা সেলস। সেলস মানে পণ্য বা সার্ভিস বিক্রি করা। প্রতিযোগী কোম্পানী যেমন বেশি তেমনি পণ্যের সংখ্যা বেশি। তাই কিছু কৌশল, টেকনিক ব্যবহার করতে হবে। যা আপনার সেলস বৃদ্ধিতে সহায়ক হবে।
দ্য বিজনেস স্কুল: বইটি পড়ে আপনি বুঝতে পারবেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনার জড়িত হওয়া উচিত হবে কি হবে না। আপনি যদি এরই মধ্যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে জড়িয়ে থাকেন তা হলে আপনি যা জানেন, বইটি সে ব্যাপারে পুনরায় নিশ্চিত করবে এবং আপনি তা বুঝতে পারবেন। আপনি যদি একটি নেটওয়ার্ক মার্কেটিং শুরু করার চিন্তা করে থাকেন তা হলে আমার বিশ্বাস, এই ব্যবসায় লুক্কায়িত কিছু সুযোগ ও ভ্যালুর কথা বইটি তুলে ধরবে সে সব ভ্যালু অনেকেই খুঁজে নিতে ব্যর্থ হয়ে থাকেন। অন্যকথায়, কিছু অতিরিক্ত টাকা বানানোর সুযোগ থেকে অনেক বেশি কিছু এই নেটওয়ার্ক ব্যবসায় রয়ে গেছে।
প্যাসিভ ইনকাম : এটি হলো এমন একটি ইনকাম ব্যবস্থা যেখানে টাকা আয় করতে গেলে আপনাকে সবসময় তার সাথে লেগে থাকতে হয় না। একটি বাস্তব উদাহরণ দিলে আপনার কাছে ‘প্যাসিভ ইনকাম’ বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে।
ধরুন আপনি একটি বাড়ি বানালেন ভাড়া দেয়ার জন্য। বাড়ি বানাতে আপনার সময়, শ্রম ও অর্থ সবই দিতে হয়েছে। এরপর যখন আপনার বাড়ি বানানো হয়ে গেল, তখন আপনি ‘বাড়ি ভাড়া দিতে চাই’ লাগিয়ে ভাড়াটিয়া উঠিয়ে দিলেন। এবার মাসে মাসে আপনি ভাড়া পাচ্ছেন, কিন্তু আপনার ওই আয়ের জন্য আর কিছুই করতে হচ্ছে না। কি মজার একটি ব্যাপার তাই না?
আসলেই তাই!
বাড়ি ভাড়া হলো অফলাইনে একটি ভালো প্যাসিভ ইনকামের উদাহরণ।
অনলাইনে অজস্র প্যাসিভ ইনকামের উপায় আছে। ভালোভাবে এসব ইনকামের পদ্ধতি জানতে পারলে এবং আয়ত্তে আনতে পারলে অনায়াসে ইনকাম করা যায়। এর জন্য দরকার শুধু আপনার মেধা, মেধার মূল্যায়ন এবং দক্ষতা আয়ত্তে নিয়ে আসা।
প্যাসিভ ইনকাম পেতে হলে আপনার কোনো নির্দিষ্ট সময় মেনে চলতে হয় না। ফলে আপনি চাইলে যেকোনো জায়গায় বেড়াতে যেতে পারেন ও এক আনন্দময় জীবন উপভোগ করতে পারেন।
☑ দুশ্চিন্তা বন্ধ করে ঘুমিয়ে থেকেও টাকা ইনকাম করুন